ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে গ্যাস লাইনের আগুনে স্বামী-স্ত্রীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
সাভারে গ্যাস লাইনের আগুনে স্বামী-স্ত্রীর মৃত্যু সাভারের এই বাড়িতে গ্যাস লাইনের আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ছবি: বাংলানিউজ

সাভার(ঢাকা): সাভারে গ্যাস লাইনের আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এসময় আরও পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন। শনিবার (০৭ জানুয়ারি) ভোরে সাভার পৌর এলাকার ভাগলপুর মহল্লার তাজুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ভোরে রান্না করতে যান খয়রুন নেসা। এ সময় চুলায় আগুন দিতেই তা ছড়িয়ে পড়ে।

এতে দগ্ধ হন তিনি। তার চিৎকারে স্বামী রওশন এগিয়ে এলে তিনিও দগ্ধ হন। পরে দু’জনই ঘটনাস্থলেই মারা যান। আগুন অন্য ঘরে ছড়িয়ে পড়ায় আরও পাঁচজন দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) লুৎফর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে। আহতদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও সার্বিক বিষয়ে খতিয়ে দেখা হবে বলেও জনান পুলিশের এই কর্মকর্তা।
 
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
বিএসকে/টিআই/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।