ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সার্টিফিকেট সব নয়, আলোকিত মানুষ গড়তে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
সার্টিফিকেট সব নয়, আলোকিত মানুষ গড়তে হবে

চাঁদপুর: দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সার্টিফিকেট সব নয়, আলোকিত মানুষ গড়তে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে হবে। শিক্ষাঙ্গণ গড়তে শিক্ষক, ছাত্র ও অভিবাবকদের ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার (০৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুর স্টেডিয়াম মাঠে গণি মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি এসময় বলেন, সন্তানদের লেখাপড়া, চলাফেরা ও সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অভিভাবকদের সচেতন হতে হবে।

এছাড়া নিজেদের ব্যবসা-বাণিজ্য ও চাকরির পাশাপাশি সন্তানদের বেশি করে সময় দিতে হবে।

অনুষ্ঠানের আহ্বায়ক চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি এমপি, নূরজাহান বেগম মুক্তা এমপি, আওয়ামী লীগের দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আশরাফুজ্জামান।

অনুষ্ঠান শেষে ডা. আ. গফুর, মুক্তিযোদ্ধা হানিফ পাটওয়ারী, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল আমিন, সাবেক এমপি শফিকুর রহমান কিরণ, সমাজ সেবক মহীউদ্দিন পাটওয়ারী, ডাক্তার তাহমিনা আক্তারসহ সাবেক সাবেক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।