ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে জুয়াড়ির কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
পাটগ্রামে জুয়াড়ির কারাদণ্ড জুয়াড়ির কারাদণ্ড। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রকাশ্যে জুয়া খেলার দায়ে জয়নাল আবেদীন (২৬) নামে এক জুয়াড়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর কুতুবুল আলমের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত জয়নাল উপজেলার দহগ্রাম ইউনিয়নের শালতলী এলাকার আজিজুল হকের ছেলে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফিরোজ কবির বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শালতলী এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে জয়নালকে আটক করে পুলিশ। এসময় বাকি জুয়াড়িরা পালিয়ে যায়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।