ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অনশন সাময়িক স্থগিতের সিদ্ধান্ত সহকারী শিক্ষকদের

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
অনশন সাময়িক স্থগিতের সিদ্ধান্ত সহকারী শিক্ষকদের আন্দোলনরত শিক্ষকদের শহীদ মিনারে অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের সঙ্গে আলোচনার পর অনশন সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাংলানিউজকে এ তথ্য জানান বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামুছুদ্দীন।  

তিনি বলেন, মন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।

তিনি শহীদ মিনারে এসে আমাদের সঙ্গে কথা বলবেন। আমরা অনশন সাময়িক স্থগিত রাখবো। যদি দাবি মানা না হয় তাহলে আমরা ফের কর্মসূচি পালন করবো।

এর আগে দুপুরে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন মেস্তাফিজুর রহমান ফিজার। মন্ত্রীর মিন্টুরোডের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক আসাদুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে তিনি বলেন, সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। শহীদ মিনারে গিয়ে মন্ত্রী এ ঘোষণা দেবেন।  
তারও আগে সকালে সরকার দ্রুত দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান।

আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনায় গণশিক্ষামন্ত্রী

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এমআইএইচএসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।