ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আব্দুস সাত্তার (৬০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে নাজিরপুর উপজেলার বিলডুমুরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে ধানক্ষেতের ইঁদুর মারার জন্য নেছারাবাদ উপজেলার বলদিয়া গ্রামের কৃষক আব্দুস সাত্তার কাঁটাতারে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পেতে রাখেন।

পরে এ ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনে মৃত্যু হয়।

তারা হলেন- বলদিয়া গ্রামের ইয়াকুর মিয়ার ছেলে মো. রেজাউল (৩৫) ও একই গ্রামের নান্না মিয়ার ছেলে ফরিদ মিয়া (১২)।

এ ঘটনায় রোববার (২৪ ডিসেম্বর) ইয়াকুর মিয়া বাদী হয়ে আব্দুস সাত্তারের বিরুদ্ধে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন।  

নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ বাংলানিউজকে বলেন, এ ঘটনায় দায়ের করা মামলায় ক্ষেতের মালিক আব্দুস সাত্তারকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর  ২৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।