ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় ক্রিকেট প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
পাকুন্দিয়ায় ক্রিকেট প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ক্রিকেট প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার হোসেন্দী উচ্চ বিদ্যালয়ে ক্রিকেট প্রশিক্ষণ শেষে এ সনদপত্র বিতরণ করা হয়।

এ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্নপূর্ণা দেবনাথ, হোসেন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মজিবুর রহমান আকন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক।

ক্রীড়া পরিদফতরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এ ক্রিকেট প্রশিক্ষণের আয়োজন করা হয়।

২৭ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন কিশোরগঞ্জ জেলার ক্রিকেট কোচ মো. আশরাফ উদ্দিন স্বপন এবং খাইরুল ইসলাম।

এ প্রশিক্ষণ ক্যাম্পে ৩টি প্রতিষ্ঠানের ৩০ জন খেলোয়াড় সুযোগ পান। ক্যাম্পের সার্বিক আয়োজনে ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।