ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে পরিবার কল্যাণ সেবা উপলক্ষে অ্যাডভোকেসি সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
সুনামগঞ্জে পরিবার কল্যাণ সেবা উপলক্ষে অ্যাডভোকেসি সভা অ্যাডভোকেসি সভা

সুনামগঞ্জ: সুনামগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপরে জেলা ইপিআই ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

‘পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি’ এই স্লোগানে শনিবার (৩০ ডিসেম্বর) শুরু হচ্ছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ।

অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হক, সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়া গণমাধ্যম কর্মী ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।