ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে সভা সভায় জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. আবু নছর নুরুল ইসলাম চৌধুরী। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: ‘পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃ মৃত্যু রোধ করি’ এ স্লোগান সামনে রেখে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অ্যাডভোকেট ফয়জুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।  

জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. আবু নছর নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) অবৈতনিক সাধারণ সম্পাদক ডা. আব্দুল করিম।

সভায় আরও উপস্থিত ছিলেন ডা. গাপি নাথ বসাক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সদর) ডা. ওবায়দুর রহমান, দিনাজপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাহাজান আলী সাগর, সাবেক পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. মো. সাহাব উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার সুবাস চন্দ্র অধিকারী ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।

পরিবার পরিকল্পনা বিভাগের প্রজেক্টশনিস্ট অমল কুমার সরকার সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।