ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রেন-কাভার্ডভ্যান সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
ট্রেন-কাভার্ডভ্যান সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকায় ট্রেন-কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (০২ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে ওই দুর্ঘটনায় দুইজন নিহত ও কমপক্ষে তিনজন আহত হয়েছেন।

জয়দেবপুর রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রশিদ জানান, ট্রেন-কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়।

এঘটনায় রাতেই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রশিদ ছাড়া কমিটির অপর দুই সদস্য হলেন- পাকশীর এটিও মো. নাসির উদ্দিন ও পাকশীর এমই মিজানুর রহমান।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) এসএম রকিবুল হক জানান, দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।  

ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক-হেলপার নিহত

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮ 
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।