ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হেলিকপ্টারের জরুরি অবতরণের ঘটনায় আইএসপিআর’র বক্তব্য

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
হেলিকপ্টারের জরুরি অবতরণের ঘটনায় আইএসপিআর’র বক্তব্য

কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১ হেলিকপ্টার ১৬ জন আরোহীসহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বিজিবি হেলিপ্যাড থেকে ১০০ ফুট দূরত্বে জরুরি অবতরণ করেছে।

বুধবার (০৩ জানুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটের এ ঘটনায় হেলিকপ্টারের দুইজন পাইলট উইং কমান্ডার ওমর ও ফ্লাইট লেফটেন্যান্ট মেহেদীসহ সব আরোহী হেলিকপ্টার থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। বৈমানিকসহ সব আরোহী সুস্থ আছেন।

 

হেলিকপ্টারটি সকাল ৯টা ২০ মিনিটে তেজগাঁও থেকে উড্ডয়ন করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।