বুধবার (০৩ জানুয়ারি) ফেনী নদীর উপর বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে যান ভারতীয় হাইকমিশনার। এরপর রামগড় পৌরসভা মিলনায়তনে দ্বিপক্ষীয় এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ফেনী নদীর উপর এই ব্রিজ ভারত ও বাংলাদেশের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করবে। এই ব্রিজ দুই দেশের মানুষের মধ্যে বাণিজ্য, যোগাযোগ ও ভ্রমণ ব্যবস্থা এগিয়ে নেবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ সম্পর্কিত ট্রাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার মো. আলী আহমদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মো. সাহেল তস্তগীর, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ফরহাদ, সাবেক সাংসদ মো. আলীম উল্লাহ, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন মিয়া।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এসএইচডি/এমজেএফ