মঙ্গলবার (০২ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের খামার মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (০৩ জানুয়ারি) দুপুরে আলাউদ্দিনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।
আলাউদ্দিন খামার মাগুরা গ্রামের মুক্তার সরদারের ছেলে। তার প্রেমিকা জামেলা খাতুন ওরফে আছিয়া (১৬) ও প্রেমিকার ছোটবোন হাসনা হেনা (১৫) একই গ্রামের রহমান মৃধার মেয়ে। তারা তিনজনই জামালপুর ইউনিয়নের নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এদের মধ্যে আলাউদ্দিন ও আছিয়া ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থী ও হাসনা হেনা দশম শ্রেণির ছাত্রী।
আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, ‘পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থা থেকে আছিয়ার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। কিন্তু সম্প্রতি আমাকে ছেড়ে আছিয়া অন্য এক ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে। মঙ্গলবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে আমি একটি দা’ হাতে নিয়ে ওদের বাড়িতে ওকে ভয় দেখাতে যাই, যাতে ও আমার কাছে ফিরে আসে। কিন্তু, সেখানে গিয়ে আমি দেখি আছিয়া ঘরের মধ্যে শুয়ে সেই ছেলের সঙ্গে হাসাহাসি করে মোবাইলে কথা বলছে। এসময় আমি আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারিনি। দা দিয়ে ওকে কুপিয়েছি এসময় ওর বোন বাধা দিতে এলে তাকেও কুপিয়েছি। পরে আমি নিজেই ওসি স্যারের কাছে ফোন করে ধরা দিয়েছি। ’
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাছিনা বেগম বাংলানিউজকে বলেন, আলাউদ্দিন ও আছিয়ার মধ্যে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিলো। সম্প্রতি সম্পর্কে টানপোড়নের কারণেই আলাউদ্দিন আছিয়া ও তার বোনকে কুপিয়ে জখম করে পুলিশের কাছে নিজেই ধরা দিয়েছে।
গুরুতর আহত অবস্থায় আছিয়া ও তার বোনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আছিয়ার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আছিয়ার পরিবার থানায় দুপুরে আলাউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এনটি