ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইউপি চেয়ারম্যান‌কে হত্যা চেষ্টার প্র‌তিবা‌দে বি‌ক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
ইউপি চেয়ারম্যান‌কে হত্যা চেষ্টার প্র‌তিবা‌দে বি‌ক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন রতন‌কে গু‌লি ক‌রে হত্যা চেষ্টার প্র‌তিবা‌দে বি‌ক্ষোভ সমা‌বেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।

বুধবার (০৩ জানুয়া‌রি) বিকে‌লে উপ‌জেলার স‌খিপুর মো‌ড়ে এ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় সমা‌বে‌শে প্রধান অতিথির বক্তব্য রা‌খেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুনসুর আহম্মেদ।

আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল গণি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, শ্রমিক লীগের সভাপতি আবু তাহের, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু, ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ও আওয়ামী লী‌গের ‌নেতাকর্মী‌দের ছত্রভঙ্গ কর‌তে বিএন‌পি জামায়াত ম‌রিয়া হ‌য়ে গেছে। এজন্য তারা গুপ্ত হামলা শুরু ক‌রে‌ছে। আওয়ামী লী‌গের কোনো কর্মীর রক্ত বিফলে যা‌বে না। ষড়যন্ত্র ও হামলাকারী‌দের দাঁতভাঙা জবাব দেওয়া হ‌বে।

সমা‌বে‌শে অবিল‌ম্বে ফারুক হো‌সেন রত‌নকে হত্যা চেষ্টাকারী‌দের খুঁজে বের ক‌রে আই‌নের আওতায় আনার দা‌বি জানান তারা।

মঙ্গলবার (০২ জানুয়ারি) রা‌তে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতনকে গু‌লি ক‌রে হত্যার চেষ্টা ক‌রে দুর্বৃত্তরা।

এর আ‌গে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তা‌কে হত্যার উদ্দেশে ধারা‌লো অস্ত্র দি‌য়ে কু‌পি‌য়ে‌ছি‌লো জামায়াত শি‌বির।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।