কুমিল্লা কোতোয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার তপন কুমার বাকচী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
বুধবার (৩ জানুয়ারি) মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহ উদ্দিন।
মামলার আসামিরা হলেন- মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু (৪০), কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদুল কবির সাজ্জাদ (৪২), মহানগর ছাত্রদল নেতা মো. আরিফ (২১), ছাত্রদল নেতা মো. সোহাগ (২০), মো. শাকিল (২০), হেলাল আহমেদ (৩৬), আশিফ বিল্লাহ (৩২), মনির হোসেন (২৫), রুমান (৪২), অপু (২৫), ইসমাইল (২৬), বিল্লাল হোসেন (৩৫), নুরুল আলম চৌধুরী নোমান (৩০), এনামুল হক সবুজ (৩৫), সাইফ উদ্দিন টাকলা সাইফুদ্দিন (৩০), ইসমাইল (২৮), আজহার মিয়া (৩৫), পাবেল (২৮), মহিউদ্দিন (৩৫), নুরুন্নবী (৩০), শুভ (২৮), শহীদুল ইসলাম ছোটন প্রকাশ কালা ছোটন (৩৫), রাব্বী (২৮) ও ইকবাল (২৮) এবং অজ্ঞাতনামা ১৫০ জন।
গত সোমবার (১ জানুয়ারি) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল বের করে জেলার দক্ষিণ ও মহানগর ছাত্রদল। এতে পুলিশ বাধা দিলে পুলিশ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ২৭ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছোড়ে এবং ছাত্রদলের পাঁচজন কর্মীকে আটক করা হয়।
এ ঘটনায় ছাত্রদলের ১২ জন নেতাকর্মী ও পুলিশের ছয়জন সদস্য আহত হয়।
বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
আরআইএস/