ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ২ দিন পর টমটম চালকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
নিখোঁজের ২ দিন পর টমটম চালকের মরদেহ উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে নিখোঁজের দুইদিন পর জিয়াউর রহমান (২০) নামে এক টমটম চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জিয়াউর টেকনাফ সদর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সিদ্দিক আহম্মদের ছেলে।

শুক্রবার (২ নভেম্বর) ভোর ৬টার দিকে কচুবনিয়া এলাকার একটি কালভার্টের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন জিয়াউর রহমান। এরপর আর সে বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার ভোরে অন্যান্য লোকজন কাছ থেকে জানতে পেরে কালভার্টের নিচ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, অনেক আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান পরিবারের সদস্যরা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, ঘটনাটি শুনে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।