ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ সয়দাবাদ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কক্ষ। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কক্ষে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (০১ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

সয়দাবাদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবীদুল ইসলাম অভিযোগ করে বলেন, পরিষদের বারান্দায় কয়েকজন জেলে ঘুমন্ত অবস্থায় ছিলো।

গভীর রাতে জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গ্রাম আদালত কক্ষে পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। বোমার শব্দে জেলেরা সেখান থেকে ভয়ে পালিয়ে যায় এবং আমাকে অবগত করেন। এ ঘটনায় গ্রাম আদালতের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও চেয়ার, টেবিল এবং পর্দার কাপড় পুড়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় দোষীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (০২ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মাদ রায়হান ঘটনাস্থল পরির্দশন করেছেন।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।