ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় গ্যাস লাইনে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
আশুলিয়ায় গ্যাস লাইনে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫ আগুনে ক্ষতিগ্রস্ত ঘরের একটি কক্ষ

ঢাকা (সাভার): আশুলিয়ায় একটি বাসা বাড়িতে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (০২ নভেম্বর) সকাল ৭টার দিকে আশুলিয়ার বেড়ন এলাকার মানিকগঞ্জপাড়া কবরস্থান রোডের আব্দুল হামিদের দোতলা ভাড়া বাড়ির নীচতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দগ্ধরা হলেন- আরব আলী তরফদার (৪৫), তার স্ত্রী হাসিনা আক্তার (৪০), তাদের ছেলে আবদুর রব (২৫), তার স্ত্রী রিপা আক্তার (২০), দেড় বছরের মেয়ে আয়শা আক্তার।

তাদের সবার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার গোয়ালপাড়া গ্রামে।  

থানা পুলিশ ও এলাকাবাসীরা জানায়, গ্যাসের লাইনে লিকেজ থেকে পুরো বাড়িতে গ্যাস ছড়িয়ে পড়ে। সকালে বাড়ির লোকজন রান্না করার জন্য আগুন ধরানোর চেষ্টা করতেই পুরো বাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে বিকট শব্দে বাড়ির জানালা-দরজা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এঘটনায় ওই বাড়িতে থাকা একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছে। পড়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক বার্ন ইউনিটে ভর্তি করেন। আহতদের মধ্যে মহিলার তৈরি পোশাক শ্রমিক এবং পুরুষ সদস্যরা ভাঙ্গারীর ব্যবসা করতো বলে জানিয়েছে পুলিশ।
 
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজউল হক বলেন, গ্যাস বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হলে তাদের উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়; ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।