ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চান্দিনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
চান্দিনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১ দুর্ঘটনা কবলিত বাস। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার কলাগাঁও এলাকায় এ দুঘর্টনা ঘটে। আহতরা হলেন- বিজিবি সদস্য ইমরুল (২৫) ও আউলিয়া খাতুন (৪৫)।

স্থানীয়রা জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল কোচ সার্ভিসের একটি বাস উপজেলার কলাগাঁওয়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট জীবন কৃষ্ণ হাজারী বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান সার্জেন্ট জীবন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।