ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
শিবপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ দুর্ঘটনা কবলিত দুই গাড়ি। ছবি বাংলানিউজ

নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  
 
শুক্রবার (৭ ডিসেম্বর) সকাল বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা থেকে মনোহরদীগামী রয়েল পরিবহন ও মনোহরদী থেকে নরসিংদীগামী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।


 

নিহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-শিবপুরের ঘোড়ারগাঁও গ্রামের আলাউদ্দিন (৬০), লোকাল বাসের চালক উত্তর নাগরিয়াকান্দি গ্রামের আনোয়ার হোসেন (৫০) ও শিবপুরের কারাচর এলাকার নাছির উদ্দিনের স্ত্রী রেহেনা বেগম (৪৫)।  

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অর্জুন দাস বাংলানিউজকে জানান, বেলা ১১টার দিকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হলে দু’টি বাসই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। এসময় আহত হন অন্তত ২২ জন। আহতদের নরসিংদী জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মধ্যে দু’জনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আটজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

 

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।