ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাবিপ্রবির শাহপরাণ হল ডাইনিংয়ে চুরি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
শাবিপ্রবির শাহপরাণ হল ডাইনিংয়ে চুরি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হল ডাইনিং। ছবি: বাংলানিউজ

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হল ডাইনিংয়ে জানালার গ্রিল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে।

শাহপরাণ হল সিসি ক্যামেরার নজরদারিতে থাকা সত্ত্বেও এ চুরির ঘটনায় অবাক হলের শিক্ষার্থীরা।

ডাইনিং থেকে তিনটি রান্নার বড় হাড়ি ও অন্যান্য রান্না সামগ্রী চুরি হয়েছে বলে নিশ্চিত করেন শাহপরাণ হল ডাইনিং মালিক অনিল চন্দ্র দাস।

বাংলানিউজকে তিনি বলেন, রাতে খাবার শেষে আমরা ডাইনিং বন্ধ করে বাজারে যাই। এ সময় ডাইনিংয়ের পেছনের দিক থেকে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোর। এ সময় চোর আমার রান্নার চালসহ তিনটি রান্নার বড় হাড়ি নিয়ে যায়।

এ বিষয়ে হল প্রভোস্ট মোহাম্মদ শাহেদুল হোসেন বাংলানিউজকে বলেন, বিষয়টি জেনেছি। এছাড়া থানা থেকে পুলিশ এসে তথ্য নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
এপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।