ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমারখালী মুক্ত দিবসে নানা আয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
কুমারখালী মুক্ত দিবসে নানা আয়োজন হানাদারমুক্ত দিবসে বঙ্গবন্ধু’র ম্যুরালে শ্রদ্ধা নিবেদন। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা অয়োজনে কুষ্টিয়ার কুমারখালী হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। 

রোববার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীবুল ইসলাম খান সরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু’র ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।  

পরে কুমারখালী পৌরসভা, মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১ সহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

সব শেষে আলোচনা সভায় মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতা, শিক্ষক, কবি-সাহিত্যিক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।  

১৯৭১ সালের আজকের এই দিনে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা হানাদারমুক্ত হয়। সেই থেকে ৯ ডিসেম্বর কুমারখালী হানাদারমুক্ত দিবস পালন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।