ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেলের শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে অভিযান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
মোটরসাইকেলের শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে অভিযান অভিযানের সময় ধরা পড়া মোটরসাইকেলগুলো তালা দিয়ে রাখা হয়েছে/ছবি: জি এম মুজিবুর

ঢাকা: মোটরসাইকেলের শৃঙ্খলা ফেরাতে রাজধানীজুড়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। চালকের লাইসেন্স রয়েছে কিনা, নিয়মের বাইরে যাত্রী বহন করছে কিনা, ট্রাফিক আইন মানছে কিনা ইত্যাদি বিষয় অভিযানে খতিয়ে দেখা হচ্ছে।

বুধবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক সার্জেন্টদের এ অভিযান পরিচালনা করতে দেখা যায়। পয়েন্টগুলোতে সার্জেন্ট ছাড়াও রয়েছেন ট্রাফিক ও আনসার সদস্য।

রাজধানীর একটি পয়েন্টে অভিযান পরিচালনার সময় দেখা যায়, যেসব মোটরসাইকেল চালক ও যানের বৈধ কাগজপত্র নেই, চালকের হেলমেট নেই, অনুমোদনের বাইরে দুইজনের বেশি যাত্রী বহন, সিগন্যাল অমান্য করছেন তাদের আইনের আওতায় আনা হচ্ছে।

ফার্মগেট পুলিশ বক্সের সামনে এ অভিযান পরিচালনা করেন ট্রাফিক পশ্চিম জোনের টি আই মোহাম্মদ খাদেমুল ইসলাম। তিনি অভিযানের বিষয়ে বাংলানিউজকে বলেন, রাজধানীতে মোটরসাইকেলের শৃঙ্খলা ফেরাতে নির্দেশ অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করছি। বিভিন্ন অপরাধে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ২০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এছাড়া চারটি গাড়িকে রেকারিং করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান টি আই মোহাম্মদ খাদেমুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
জিএমএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।