ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ওসমানী বিমানবন্দরে ৫২ পিস স্বর্ণেরবার জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
ওসমানী বিমানবন্দরে ৫২ পিস স্বর্ণেরবার জব্দ জব্দ হওয়া স্বর্ণেরবার, ছবি: বাংলানিউজ

সিলেট: ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫২ পিস স্বর্ণেরবার (৬ কেজি ৩২ গ্রাম) জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শনিবার (১৫ ডিসেম্বর) সকালে স্বর্ণেরবারগুলো জব্দ করা হয়।

ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আহমেদুর রেজা চৌধুরী বাংলানিউজকে জানান, উদ্ধারকরা স্বর্ণের ওজন ৬ কেজি ৩২ গ্রাম।

এর আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

তিনি জানান, সকালে দুবাই থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিজি-২৪৮ ফ্লাইটের একটি সিটের নিচে থাকা ব্যাগ থেকে ৫২ পিস স্বর্ণেরবারগুলো জব্দ করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনযাত্রীকে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।