ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্বৃত্তদের গুলিতে ফকিরহাট হাসপাতাল কর্মচারী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
দুর্বৃত্তদের গুলিতে ফকিরহাট হাসপাতাল কর্মচারী আহত

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী অসিম কুমার চক্রবর্তীকে (৫৫) গুলি করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার আট্টাকি কুন্ডুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে অসিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত অসিম কুমার চক্রবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক। তিনি ফকিরহাট উপজেলার আট্টাকি কুন্ডুপাড়া গ্রামের প্রয়াত সুধীর কুমার চক্রবর্তীর ছেলে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. জাহাঙ্গীর বাংলানিউজকে হোসেন, অসিমের শীরর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। দ্রুত অস্ত্রোপাচার প্রয়োজন হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ বাংলানিউজকে বলেন, রাত ৯টার দিকে উপজেলা সদর থেকে অসিম বাড়িতে ফিরছিলেন। এসময় একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কারা কি কারণে তাকে গুলি করেছে তা উদঘাটন করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।