ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর 

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় বেতন বাড়ার দাবিতে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। 

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।  

গাজীপুর শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহেল রানা বাংলানিউজকে জানান, সকালে কোনাবাড়ী এলাকায় বেতন বাড়ার দাবিতে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

 এসময় তারা ৫/৭টি পোশাক কারখানায় ইটপাটকেল ছুড়ে জানালার কাঁচ ভাঙচুর করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এসে অবস্থান নেন।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও কাঁদানো গ্যাস ছুড়েন। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।  

এদিকে, শ্রমিক ক্ষোভের কারণে অর্ধশতাধিক পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।