সিলেট বন বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে তার মরদেহ রাঙামাটি সদর উপজেলায় নিয়ে যাওয়া হয়।
২৩ বছর ধরে বন বিভাগে চাকরি করেন রাজেশ চাকমা। এর আগে তিনি মৌলভীবাজার বন বিভাগের সহকারী বন সংরক্ষক পদে কর্মরত ছিলেন।
সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আরএসএম মুনিরুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, প্রায় এক বছর ধরে তিনি ব্লাড ক্যান্সারে ভুগছিলেন এবং শ্রীমঙ্গল বন বিভাগের অফিসে থাকা অবস্থায়ই তার এই রোগটি ধরা পড়ে।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
বিবিবি/আরবি/