বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 'বীর মুক্তিযোদ্ধাদের করণীয়' শীর্ষক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আবীর আহাদ বলেন, ঐক্যজোট বলতে কিছু বুঝি না।
তিনি বলেন, ড. কামাল হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা এবং প্রীতি জানিয়ে শুধু বলতে চাই, তিনি যে পথে হাঁটছেন এটা মুক্তিযুদ্ধের পথ নয়। এটা স্বাধীনতা প্রগতির পথ নয়। এটা ধর্মান্ধতা, স্বাধীনতার বিরোধিতা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রভাব হিসেবে আমাদের মধ্যে আবির্ভূত হয়েছে। যেটা আমাদের পীড়া দেয়, আমরা দুঃখ পাই। ড. কামাল হোসেন আমাদের ইতিহাসের অঙ্গ। কিন্তু আমরা আজকে বিস্মৃত হই কি কারণে, কেন, কিসের মোহে, কিসের লোভে বা কিসের পরোচনায় উনি আজকে পথভ্রষ্ট হয়ে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির প্রতিনিধিত্ব করছেন। এই বিষয়টা আমরা মেনে নিতে পারি না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. হান্নান হোসেন, সহ-সভাপতি মহিবউল ইসলাম ইদু ও সৈয়দ গোলাম মোস্তফা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এমএএম/আরআইএস/