বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজশাহী মাদ্রাসা মাঠে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ঢাকা থেকেই এতে যোগ দেন।
শুরুতেই প্রধানমন্ত্রী তার সরকারের সময়ে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। বিএনপি জোট সময়ে সরকারের জঙ্গিবাদ সন্ত্রাস হত্যা ও দুর্নীতির চিত্র তুলে ধরেন এবং আন্দোলনের নামে আগুন সন্ত্রাস ও পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে মারার কথাও স্মরণ করিয়ে দেন।
প্রধানমন্ত্রী এবারের নির্বাচনে আগুন সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
পরে তিনি একে একে ছয়টি আসনের প্রার্থীদের বক্তব্য শোনেন। এ সময় প্রার্থীরা নিজ নিজ এলাকার নানা উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে এই নির্বাচনে আবারও নৌকাকে জয়ী করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে রাজশাহী-৬ আসনের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বক্তব্যের সূত্র ধরে রাজশাহীতে পাঁচ তারকামানের হোটেল নির্মাণ ও ক্রিকেটের টেস্ট ভেন্যু করার প্রতিশ্রুতি দেন।
এর আগে ভিডিও কনফারেন্সে যোগ দিতে রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী মাদ্রাসা মাঠে জড়ো হন।
এসময় রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মনসুর রহমান ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এসএস/আরআর