ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর (রোববার) বাংলাদেশে অবস্থান করা মালয়েশিয়ার নাগরিকদের বিস্তারিত তথ্য চেয়েছে ঢাকায় দেশটির হাইকমিশন।
ঢাকার মালয়েশিয়ার হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মালয়েশিয়ার হাইকমিশন গত ২০ ডিসেম্বর তাদের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, বাংলাদেশে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ওই সময়ে মালয়েশিয়ার যেসব নাগরিক বা তাদের পরিবার বাংলাদেশে অবস্থান করবেন, তাদের নামের তালিকা ও পাসপোর্টের কপি মালয়েশিয়ার ঢাকা হাইকমিশনের ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে এরইমধ্যে নাগরিকদের ভ্রমণ সতর্কবার্তা জারি করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় মালয়েশিয়া তাদের নিজ নাগরিকদের বিষয়ে তথ্য চাইলো।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
টিআর/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।