শনিবার (২২ ডিসেম্বর) দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্যের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যোগাযোগ করা হলে এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বাংলানিউজকে বলেন, প্রশাসনিক আদেশের মাধ্যমে দুদকের গাড়িতে লোগো ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, দুদক ২০১৬ সালে প্রশাসনিক নির্দেশের মাধ্যমে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত বা গাড়িতে দুদকের লোগো কিংবা সাইনবোর্ড ব্যবহার নিষিদ্ধ করে। এর আগেও এ ধরনের ঘটনায় কমিশন আইনগত এবং প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে।
এদিকে দুদকের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কোনো ব্যক্তি এখনও গাড়িতে দুদকের লোগো ব্যবহার করছেন বলে কমিশনের কাছে তথ্য রয়েছে। দুদক এ ধরনের বেআইনি কার্যক্রম বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ।
তাই সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, দুদকের লোগো সংবলিত কোনো গাড়ি দেখলে, বিষয়টি তাৎক্ষণিকভাবে দুদক-কে অবহিত করার জন্য (মোবাইল নম্বর-০১৭১১ ৬৪৪ ৬৭৫) অনুরোধ করা হলো।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
আরএম/এমএ