রোববার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের সামনে দাঁড়িয়ে বিভিন্ন সুরা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। পরে তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন।
এ সময় খতিবের সেক্রেটারি অফিসার মোস্তফা, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান, ইরান বাংলাদেশ চেম্বার অব কর্মাসের সভাপতি ড. কাজী এরতেজা হাসান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মাদ হোসেন মির্জা প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে দুপুর ১২টায় শায়েখ মোহাম্মদ আহমাদ হোসেইন হেলিকপ্টার যোগে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসেন। পরে সড়কপথে বঙ্গবন্ধুর সমাধি সৌধে আসেন।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এমএমইউ/