বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্যাটেজিক স্ট্যাডিজ-বিস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘বাংলাদেশ-রাশিয়ার বন্ধুত্ব ও সম্পর্কের ৪৭ বছর’-শীর্ষক এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতি।
এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দর ইগনাতোভ। অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যর অধ্যাপক ড. শহীদুল্লাহ শিকদার ও জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম।
অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দর ইগনাতোভ বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে বিভিন্ন দেশ বিভিন্ন অবস্থান নিয়েছে। এখানে চীন একটি অবস্থান নিয়েছে। তবে আমাদের অবস্থান খুবই সাধারণ। আমরা চাই, এ সংকট আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সমাধান হওয়া উচিত।
আলোচনা অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ-রাশিয়ার সম্পর্ক ঐতিহাসিক। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক দিনে দিনে আরো গভীর হচ্ছে। আগামী দিনে এ সম্পর্ক আরো গভীর হবে বলেও প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, বাংলাদেশ-রাশিয়ার মধ্যে তিনটি খাতে সহযোগিতা বাড়ছে। প্রথমটি হলো সামরিক সহযোগিতা, দ্বিতীয়টি হলো বিদ্যুৎ-গ্যাসখাতে সহযোগিতা ও তৃতীয়টি হলো ব্যবসা-বাণিজ্যিক সহযোগিতা। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের পরিমাণ প্রায় দেড় বিলিয়নেরও বেশি বলে জানান তিনি।
মৈত্রী সমিতির সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সম্পর্ক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। এ সম্পর্ক আগামীতে আরো শক্তিশালী হবে বলে প্রত্যাশা করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
টিআর/এসএইচ