ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সমৃদ্ধ দেশ গড়তে সন্ত্রাস-জঙ্গিবাদ রুখে দেওয়ার প্রত্যয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
সমৃদ্ধ দেশ গড়তে সন্ত্রাস-জঙ্গিবাদ রুখে দেওয়ার প্রত্যয় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া/ফাইল ফটো

ঢাকা: নতুন বছরে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সোমবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানীর গুলশানে বর্ষবরণের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, '২০১৯ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর, শান্তি-উন্নয়ন ও প্রগতির বছর।

নতুন প্রত্যয়ে সমৃদ্ধ দেশ গড়তে সন্ত্রাস-জঙ্গিবাদ ও সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা হবে। নিরাপদ ও অনুকূল পরিবেশ সৃষ্টি করে এসডিজি সূচকে তাৎপর্যপূর্ণ উন্নয়নের দিকে যাব। '

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে মন্তব্য করে তিনি বলেন, 'ভোটের দিন ঢাকা মহনগরীতে ছোট একটি ঘটনাও ঘটেনি। নির্বাচন কতো উৎসবমুখর হতে পারে এবারের ভোটে আমরা দেখেছি। '

সামনের দিনগুলোতেও আগুন সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলা করে নতুন প্রত্যয়ে নতুন উৎসাহে কাজ শুরু করার কথাও জানান তিনি।

নির্বাচন পরবর্তী আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, নির্বাচনের পরে আইন-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কোনো শঙ্কা নেই। আমরা আইন-শৃঙ্খলা বাহিনী হাতে হাত মিলিয়ে এক যোগে কাজ করছি। আগামীতেও কেউ সন্ত্রাস-বোমা সন্ত্রাসের চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার।

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
পিএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।