নতুন বইয়ের উৎসবে মাতবে শিক্ষার্থীরা-ছবি: বাংলানিউজ
ফেনী: ফেনী জেলায় নতুন শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে ২৭ লাখ ২৩ হাজার ৯শ ৯৫টি বই। ইতিমধ্যে চাহিদার ৭০ শতাংশ বই স্ব-স্ব উপজেলায় পৌছে দেয়া হয়ছে। জানুয়ারির প্রথম দিন বই উৎসবের মাধ্যমে তা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০১৯ শিক্ষাবর্ষের জন্য সকল প্রস্তুত হয়েছে।
জেলার ৬ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ১২ লাখ ৩ হাজার ৮শ ৫০ শিক্ষার্থীর জন্য ১৭ লাখ ৮৫ হাজার ২শ ৮৫ বই ।
একইভাবে দাখিল পর্যায়ের ৩৮ হাজার শিক্ষার্থীর জন্য ৫ লাখ ৫৯ হাজার ৪শ ৫০ বই, ইবতেদায়ীতে ৪৮ হাজার ৬শ শিক্ষার্থীর জন্য ৩ লাখ ৫১ হাজার ৪শ ৬০ বই, মাধ্যমিক (ইংরেজি ভার্সন) ৫৩০ জন শিক্ষার্থীর জন্য ৭ হাজার ৭শ ২৭ বই, মাধ্যমিক (ভোকেশনাল) ১ হাজার ৪০ জন শিক্ষার্থীর জন্য ২০ হাজার ৭৩ বই দেয়ার কথা রয়েছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ইতিমধ্যে বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে।
বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এসএইচডি/এমএইচএম
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।