শুক্রবার (৪ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের অপারেটর মো. বাবুল মিয়া বাংলানিউজকে বলেন, বাড্ডার আফতাবনগরের বাঁশ, চাটাইয়ের আড়তে কারো সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রথমে পানির স্বল্পতা দেখা দিলেও পরে হাতিরঝিলের পানি দিয়ে আগুন নেভানো কাজ করা হয়। এক ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের জোন-৫ এর উপ-সহকারী পরিচালক রিয়াজ আহমেদ বলেন, তাৎক্ষণিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় দগ্ধ বা আহত হওয়ার খবরও পাওয়া যায়নি। বাঁশের আড়তসহ এর আশপাশের খাবার হোটেল ও অন্য কিছু দোকান পুড়ে গেছে।
***রাজধানীর আফতাবনগরে বাঁশের আড়তে আগুন
বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
ইএআর/এএ