ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাশকতার পরিকল্পনায় বাড্ডায় মিলিত হয়েছিল হুজির সদস্যরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
নাশকতার পরিকল্পনায় বাড্ডায় মিলিত হয়েছিল হুজির সদস্যরা

ঢাকা: রাজধানীর গুরুত্বপূর্ণ কোনো স্থাপনায় ধ্বংসাত্মক কার্যকলাপসহ বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি) সদস্যদের। এরই অংশ হিসেবে তারা বাড্ডার সাতারকুল এলাকায় মিলিত হয়েছিল।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতারকুল এলাকায় অভিযান চালিয়ে হুজির একটি ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

আটকরা হলেন- হুজির ডাকাত দলনেতা মো. বিল্লাল হোসেন (২৫), নুর আলম (২৮), মো. রফিকুল ইসলাম (২৯), আবুল মিয়া (৩৫), আব্দুর রহমান (৩০) ও আকতার হোসেন (৩৪)।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম।

তিনি বলেন, আটকরা হুজির সক্রিয় সদস্য। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে থাকা হুজির নেতা মো. উজ্জল রতনের নির্দেশ অনুযায়ী তারা একত্রে মিলিত হয়। সংগঠনকে শক্তিশালী করা ও কারাগারে আটক সদস্যদের জামিনের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশে তারা নানা পরিকল্পনা করছিল।

‘ইতোমধ্যে তারা দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ডাকাতির ঘটনায় জড়িত ছিল। এই গ্রুপের ১২ জন সদস্য গত ৪ মার্চ অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতারের পর নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করেছিল। ’ 

আটকরা ঢাকার কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসাত্মক কার্যকলাপসহ বড় ধরনের নাশকতারর পরিকল্পনার অংশ হিসেবে বাড্ডার সাতারকুল এলাকায় মিলিত হয়েছিল। এই গ্রুপের বর্তমান দলনেতা বিল্লাল হোসেন বলেও জানান তিনি।

সিটিটিসি প্রধান বলেন, ২০১৬ সালে হলি আর্টিজান বেকারি হামলার যে সক্ষমতা জঙ্গিদের ছিল। এরপর আমরা দেশব্যাপী অভিযান পরিচালনা করে অনেক জঙ্গি আস্তানা ধ্বংস করে দিয়েছি। গ্রেফতার করা হয়েছে অনেককে। এখন আর জঙ্গিদের এ রকম হামলা করার সক্ষমতা নেই।

হুজি সাংগঠনিকভাবে অতি দুর্বল হয়ে পড়েছে। তাদের এই ডাকাতির গ্রুপটির দুই একজন এখনো বাইরে আছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

হকি স্টেডিয়ামে অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) ও সিটিটিসির মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম। এসময় ক্র্যাবের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক দীপু সারোয়ারসহ সিটিটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।