শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনজনকেই পথচারীরা উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে সাড়ে ১০টার দিকে রনিকে মৃত ঘোষণা করেন।
নিহত ও আহতদের পরিচিত মো. সালমান বাংলানিউজকে জানান, মোটরসাইকেলের থাকা তারা তিনজন বন্ধু। যাত্রাবাড়ী আদর্শ স্কুলরোড এলাকায় তাদের বাসা।
তিনি আরও জানান, ঘটনাস্থলে আতিক নামে এক পথচারীর কাছে জানতে পেরেছি হানিফ ফ্লাইওভার শনিআখড়া কাজলা টুল বক্সের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে মটরসাইকেল থাকা তিনবন্ধু গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন রাত সাড়ে ১০ টায় রনির মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় শামীম ঢামেক হাসপাতালের আইসিইউতে রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য শোভনকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছে। শোভন সেখানে আইসিইউতে রয়েছেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, দুর্ঘটনার কথা শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এজেডএস/ওএইচ/