শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে ওই কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর ৪টার দিকে আগুন নেভায়।
প্রতিষ্ঠানটির মালিক জামাল বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রাতে ওই বেকারিতে আগুন লাগার খবর পায় কন্ট্রোল রুম। পরে বিভিন্ন স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আকরাম হোসেন বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একত্রে কাজ করে আগুন নিভিয়েছে। তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এমআরএম/এএটি