রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে বাদ আসর সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ডা. ইউনুস আলীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৩টার দিকে ডা. ইউনুস আলী সরকারের মরদেহবাহী অ্যাম্বুলেন্স ভাতগ্রামে এসে পৌঁছে।
এর আগে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডা. ইউনুস আলী সরকার।
তিনি দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী ডা. ইউনুস আলী সরকার।
১৯৫৩ সালের ১৫ জুন সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রামে জন্মগ্রহণ করেন ডা. ইউনুস আলী সরকার। তার বাবার নাম বিরাজ উদ্দিন এবং মায়ের নাম সকিনা বেওয়া।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এসএইচ