সোমবার (৩০ ডিসেম্বর) রাতে ভোট গণনা শেষে মসূয়া ইউনিয়নের মোট ৯টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।
নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যরা হলেন-স্বতন্ত্র প্রার্থী এখলাসুজ্জামান (ঘোড়া প্রতীক), স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম (মোটর সাইকেল) ও সিপিবি মনোনীত প্রার্থী আব্দুল কাদির (কাস্তে)।
২৯ আগস্ট মসূয়া ইউপির চেয়ারম্যান ইদ্রিছ আলী ভূঁইয়া সড়ক দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর শূন্য পদে ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ ঠিক রেখে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ০৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এইচএডি/