ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফজিলাতুন্নেসা বাপ্পীর দাফন সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
ফজিলাতুন্নেসা বাপ্পীর দাফন সম্পন্ন ফজিলাতুন্নেসা বাপ্পীর কবর। ছবি: বাংলানিউজ

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পীর দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

চারদিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার সকাল আটটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ফজিলাতুন্নেসা বাপ্পী।

বিকেল ৩টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ফজিলাতুন্নেসা বাপ্পীর আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

সংসদের দক্ষিণ প্লাজায় ফজিলাতুন্নেসা বাপ্পীর মরদেহ দেখতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বাপ্পীর মরদেহে ফুল দিয়ে শেষ বিদায় জানান।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। বাপ্পীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়ায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাপ্পীর স্বজনদের সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী।

বাদ আসর হাইকোর্ট প্রাঙ্গণে ফজিলাতুন্নেসা বাপ্পীর তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে বাদ জোহর জাপান গার্ডেন সিটিতে ফজিলাতুন্নেসা বাপ্পীর  প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।