ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাপাহারে জবই বিলে মৎস্য আহরণ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
সাপাহারে জবই বিলে মৎস্য আহরণ উদ্বোধন

নওগাঁ: নওগাঁর সাপাহারে ‘জবই বিল মৎস্য চাষ উন্নয়ন প্রকল্পের ২০তম মৎস্য আহরণের উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
 

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে উপজেলার পাহাড়ীপুকুর বদ্ধভূমি স্মৃতিসৌধ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানে আয়োজন করে।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে দেশ এখন উন্নয়নের রোল মডেল। ফলে বাংলাদেশ এখন অনেক দেশের মডেল। আমরা এখন খাদ্য, বস্ত্র, পোশাক, বিদ্যুৎ, সড়কসহ সব দিক দিয়ে উন্নত।

মন্ত্রী আরও বলেন, মাদক ও দুর্নীতির ওপর জিরো টলারেন্স ঘোষণা করেছেন শেখ হাসিনা। এছাড়া শেখ হাসিনার এবারের নির্বাচন ইসতেহারেও ছিল দুর্নীতি-সন্ত্রাসমুক্তর সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ার ঘোষণা। পাশাপাশি ভেজাল, দুর্নীতি, সন্ত্রাস এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলা। যেটা কোনো সরকার বা কোনো রাজনৈতিক দলের অঙ্গিকারে বা গঠনতন্ত্রে নেই।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারী, উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।