শুক্রবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাস করা বেকার মেডিকেল টেকনোলজিস্টদের সরকারি চাকরিতে নিয়োগ, নতুন পদ সৃষ্টি, সুপ্রিমকোর্টের আদেশ মোতাবেক ‘ওয়ান আমব্রেলা কনসেপ্ট’ বাস্তবায়ন ও প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা- ২০১৮ সংশোধন, ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড গঠন ও মেডিক্যাল টেকনোলজি কোর্স চার বছরে রাখতে হবে।
বক্তারা মানববন্ধনে মেডিক্যাল টেকনোলজিস্টদের বেতন দশম গ্রেডে উন্নীতকরণের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
পিএস/ওএইচ/