শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন জাহিদুল ইসলাম, শরীফ হোসাইন, হাছান মাহমুদ, আরিফ হোসাইন, মহিউদ্দিন রাজু, বোরহান খান প্রমুখ।
বক্তারা বলেন, ঢাকার সদরঘাটসহ দেশের সব নদীবন্দরে যাত্রী হয়রানি এখনও বন্ধ হয়নি। এছাড়া ঘাটগুলোতে কুলি নামক চাঁদাবাজরা সাধারণ যাত্রীদের প্রতিনিয়ত হয়রানি করছে। এ বিষয়গুলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নজরে আসছে না। অন্যদিকে তারা ঘাটে প্রবেশ ফি দ্বিগুণ করেছে। যেটা যাত্রীদের জন্য অমানবিক।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
পিএস/ওএইচ/