ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাধবপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
মাধবপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে চাহিদামতো যৌতুক না দেওয়ায় ফারজানা আক্তার নামে এক নারীকে অমানুসিক নির্যাতন করেছেন তার স্বামী শফিকুল ইসলাম বাবুল। পিটুনীতে ফারজানার বাম চোখসহ পুরো গাল থেঁতলে গেছে। ফোসকা পড়েছে শরীরের বিভিন্ন স্থানে।

শনিবার (১১ জানুয়ারি) তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবার ওই নারীকে ঘরে আটকে রেখে নির্যাতন চালান পাষণ্ড স্বামী।

এ ব্যাপারে ফারজানার ভাই শাহাদাত হোসেন নয়ন বাদী হয়ে মাধবপুর থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, ওই উপজেলার দেবপুর গ্রামের ইয়াকুব আলীর মেয়ে ফারজানার বিয়ে হয় একই উপজেলার বৈষ্ণপুর গ্রামের ইমতিয়াজ আলীর ছেলে শফিকুল ইসলাম বাবুলের সঙ্গে। বিয়ের সময় নগদ সাড়ে ৩ লাখ টাকাসহ ৫ লাখ টাকার মালামাল দেওয়া হয় বাবুলকে। এর দুই বছর পর শ্বশুরবাড়ি থেকে আরও ২ লাখ টাকা নিয়ে বিদেশ চলে যান তিনি। প্রায় তিন বছর বিদেশে থাকার পর দেশে ফিরে আবারো টাকার জন্য চাপা দেন। এতে সম্মত না হওয়ায় ফারজানার ওপর ক্ষুব্ধ হয়ে উঠেন বাবুল।

এক পর্যায়ে শুক্রবার ঘরে আটকে রেখে দীর্ঘক্ষণ ধরে ফারজানার ওপর অমানুসিক নির্যাতন করা হয়। ওইদিনই তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন নিকটাত্মীয়রা। পরে শনিবার তাকে নেয়া হয় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা চলছে। না হলে রোববার মামলা রেকর্ড করা হবে।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।