ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পানি নিয়ে ইজতেমার মুসল্লিদের পাশে শিশুরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
পানি নিয়ে ইজতেমার মুসল্লিদের পাশে শিশুরা মুসল্লিদের পানি এগিয়ে দিচ্ছে শিশুরা। ছবি: বাংলানিউজ

বিশ্ব ইজতেমা ময়দান থেকে: ৫৫তম বিশ্ব ইজতেমায় যোগ দিতে টঙ্গীর তুরাগ নদীর তীরে হাজির হয়েছেন লাখো মুসল্লি। তবে মানুষের ভিড়ে ময়দানে খাওয়া ও অজুর পানির সংকটে পড়েছেন অনেকেই। তাদের এই দুর্ভোগ কাটাতে এগিয়ে এসেছেন স্থানীয় লোকজন।

উত্তরা থানাধীন কামারপাড়া মোড়ের পাশে দেখা যায় এমন অনন্য দৃশ্য। স্থানীয়দের অনেকেই বাড়ির ভেতরে থাকা পাইপলাইন দিয়ে বাইরে ফটকের পাশে পানি ব্যবহারের ব্যবস্থা করে দিয়েছেন।

কেউ এসে তৃষ্ণা মেটাচ্ছেন, আবার কেউ এসে এগিয়ে দিচ্ছেন অজু করার পানি।

কিছু কিছু রাস্তার পাশে দেখা যায়, ছোট ছোট শিশুরা বালতি-জগে করে পানি এনে এগিয়ে দিচ্ছে মুসল্লিদের।  

স্থানীয়দের দেওয়া পানি দিয়ে অজু করছেন মুসল্লিরা।  ছবি: বাংলানিউজ

সকাল থেকেই মুসল্লিদের অজুর পানি এগিয়ে দিচ্ছে সাত বছর বয়সী আঁখি। সে বলে, ‘আম্মু বলেছেন, বালতি নিয়ে গেটের বাইরের মানুষদের পানি দিতে। তাই সব আঙ্কেলদের পানি দিচ্ছি। ’

মুসলিমদের দ্বিতীয় বৃহৎ জমায়েতে দুর্ভোগ কাটাতে স্থানীয়দের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন মুসল্লিরা।  

এলাকার একটি বাড়ির পানি ব্যবহার করে অজু করেছেন আকরাম হোসেন। তিনি বাংলানিউজকে বলেন, সকালে ইজতেমা ময়দানে এসেই ঝামেলায় পড়ে যাই, কোথাও পানি পাই না। কীভাবে অজু করবো বুঝতে পারছিলাম না। একটু ভেতরে এসে দেখি এক বাড়ির নিচে অনেকেই অজু করছেন। পরে এখানেই অজু করলাম।

লাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।