ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধুনটে শীতার্তদের পাশে ঢাবি শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
ধুনটে শীতার্তদের পাশে ঢাবি শিক্ষার্থীরা

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘রোড টু হিউম্যানিটি’।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে তিনশ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খোকন মাহমুদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌকিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুঞ্জু, বিশ্বহরিগাছা-বহালগাছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদ হাসান বিপ্লব, রোড টু হিউম্যানিটির উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজল ডাকুয়া, জয় প্রসাদ মোদক, সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক মাহতাব আদিব, সদস্য নাজমুল ইসলাম, নাইদ বাবু, আহনাফ আতিফ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রাণ, বগুড়া সরকারি আযিযুল হক কলেজের শিক্ষার্থী আলমগীর হোসেন, রানা বাবু, রিতু ও শিহাব।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
কেইউএ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।