ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছয়তলা ভবন থেকে লাফিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
ছয়তলা ভবন থেকে লাফিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর কাটাসুর এলাকায় ছয়তলা ভবন থেকে লাফিয়ে পড়ে তানজিনা (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। তানজিনা দুই সন্তান ও স্বামী আরিফ উল্লাহকে নিয়ে মোহাম্মদপুর কাটাসুর রোডের একটি ছয়তলা ভবনের চার তলায় ভাড়া থাকতেন।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনার সময় তানজিনার স্বামী কর্মস্থলে ছিলেন। তিনি মতিঝিলে ব্যবসা করেন। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তানজিনা ওই ভবনের ছয় তলায় সামনের দিকে থেকে লাফিয়ে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তানজিনাকে দ্রুত উদ্ধার করে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই ফারুকুল।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।