ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় মাদক-অস্ত্র মামলার আসামির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
ভাঙ্গায় মাদক-অস্ত্র মামলার আসামির মরদেহ উদ্ধার

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিস্ফোরক, অস্ত্র ও মাদকসহ ৩২ মামলার আসামি শহিদুল ইসলাম ওরফে কালা মানিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে ফরিদপুর-মাওয়া মহাসড়কের বগাইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

শহিদুল ওরফে মানিক মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর গ্রামের রতন মোল্লার ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে ফরিদপুর শহরের হাবেলী গোপালপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।  

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে ওই এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় পথচারীরা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সেসময় তার পকেটে পাওয়া মোবাইলফোনের মাধ্যমে স্বজনদের সঙ্গে কথা বলে মরদেহটি শহিদুল ওরফে মানিকের বলে পরিচয় শনাক্ত করা হয়। শহিদুলের মাথায় আঘাত ও গলায় দাগ রয়েছে।

ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাংলানিউজকে জানান, শহিদুলের নামে ফরিদপুরের বিভিন্ন থানায় ৩২টি মামলা রয়েছে। যার মধ্যে রয়েছে বিস্ফোরক, অস্ত্র, ডাকাতি ও মাদক মামলা।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।