ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে ৩ বখাটের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
হাতিয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে ৩ বখাটের জরিমানা

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে তিন বখাটে যুবককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ-আলম এ জরিমানার রায় দেন।

আর্থিক দণ্ডপ্রাপ্তরা হলেন- ইয়াসিন আরাফাত (২৫), আরমান হোসেন (১৮) ও রায়হান (১৮)।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ-আলম বাংলানিউজকে জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় ইয়াসিনকে ১৫ হাজার ও অন্য দু’জনকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।